জালাল আহমদ,ঢাবি থেকে:
২৬ মে সুপ্রিমকোর্ট প্রাঙ্গন হতে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা ও মামলার প্রতিবাদ, লিটন নন্দী সহ আটক চারজনের মুক্তির দাবিতে আজ দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রগতিশীল ছাত্র জোট কর্তৃক আয়োজিত এক সমাবেশে ছাত্রনেতারা বলেন, রাষ্ট্র আজ ছাত্র সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ, ৫২’ র ভাষা আন্দোলন, ৬৯’ র গণঅভ্যুত্থান,৭১’ র মুক্তিযুদ্ধ,৯০’ র এরশাদ বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২০০৭ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে রাজপথে লড়াই করে ছাত্র সমাজ বিজয় ছিনিয়ে এনেছে। লিটন নন্দী সহ চার জনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তি না দেয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ সময় বক্তব্য রাখেন ছাত্রনেতা জিলানী শুভ,নাসির উদ্দিন,গোলাম মোস্তাফা প্রমুখ।
লিটন নন্দী সহ চার জনের জামিন ও মুক্তি লাভ: সুপ্রিমকোর্ট প্রাঙ্গন হতে ভাস্কর্য অপসারণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা লিটন নন্দী সহ চারজনের বিরুদ্ধে শাহবাগ থানা পুলিশ কর্তৃক দায়েরকৃত মামলায় আজ দুপুর ১ টায় জামিন দিয়েছে ঢাকার ১ টি আদালত। বিকাল ৫ টায় জামিনের কাগজ পত্র কেরানী গঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌছলে লিটন নন্দী, আল আমিন,আরিফ জয় ও হালিম মোর্শদ কে মুক্তি দেন কারা কর্তৃপক্ষ। কারাগার হতে মুক্তি পেয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌছলে ছাত্র জনতা তাদের কে ফুলের মালা দিয়ে বরণ করেন। লিটন নন্দী সহ জামিনে মুক্তিপাপ্ত চার জনকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় মিছিল করেন প্রগতিশীল ছাত্রজোট।
ইফতার করতে গিয়ে হামলার শিকার ছাত্রদল নেতা সনেট মল্লিক : রমজানের ১ ম দিনে ঢাবির বিজয় একাত্তর হলে ইফতার করতে ছাত্রলীগ নেতাদের হাতে হামলার শিকার হয়েছেন ঐ হলের ছাত্রদল নেতা, ম্যানেজমেন্ট বিভাগের২০১০-১১ সেশনের ছাত্র সনেট মল্লিক।পরে পুলিশের হাতে সোপর্দ করার আগে সে পালিয়ে যেতে সক্ষম হয়।বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল জানান,’নাশকতার উদ্দেশ্যে সে গোপন মিটিং করতে এসেছিল।আমরা টের পেলে সে পালিয়ে যায়’।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।