শাহেদ মিজান, সিবিএন:
ঘুর্ণিঝড় ‘মোরা’র আঘাতে কক্সবাজারের উপকূলীয় অঞ্চল ল-ভ- হয়ে গেছে। সর্বশেষ সকাল ১০ টা পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সেন্টমার্টিন থেকে স্থানীয় সংবাদকর্মী কেফায়েত খাঁন জানান, মোরা’র প্রভাবে সৃষ্ট প্রচন্ড বাতাসে সেন্টমার্টিনের অধিকাংশ বাড়িঘরের ক্ষতি হয়েছে। বাতাসের তোড়ে অনেক ঘর বিধ্বস্ত হয়েছে। আবার অনেক ঘরের চালা উড়ে গেছে।

সেন্টমার্টিন

টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে জসিম মাহমুদ জানান, ‘মোরা’র প্রভাবে শাহপরীর দ্বীপে ব্যাপক ক্ষতি হয়েছে। বাতাসে ঘরবাড়ির অনেক ক্ষতি হয়েছে। এছাড়া গাছ-গাছালি বিধ্বস্ত হয়ে গেছে। এতে লোক চলাচল বাধা সৃষ্টি হচ্ছে।

ঘুর্ণিঝড় ‘মোরা’র আঘাতে নিস্তব্ধ কক্সবাজার শহর।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিভীষণ কান্তি দাশ জানান, ‘মোরা’র প্রভাবে মহেশখালী প্রায় এলাকায় ক্ষতি হয়েছে। বাতাসে ঘরবাড়ি বিধ্বস্তসহ গাছ-গাছালি ভেঙে পড়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। একই ভাবে কুতুবদিয়া, পেকুয়ায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

বিস্তারিত আসছে—-