মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে উপজেলায় প্রায় দেড়শতাধিক ঘর-বাড়ী বিধ্বস্ত হয়েছে। বাতাসে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যাওয়ায় উপজেলার পুরো এলাকায় সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত প্রচ- বেগে বয়ে যাওয়া বাতাসে গাছ-পালা মাটির সাথে নুয়েপড়ে। এতে দেড়শতাধিক ঘর গাছ পড়ে বিধ্বস্ত হয়। তবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় সড়কে কয়েকটি স্থানে সকাল ১১টায় গাছ উপড়ে পড়লে ১ ঘন্টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে কর্তৃপক্ষ স্থানীয়দের সহযোগীতায় গাছ সরিয়ে ফেললে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, ঘূর্ণিঝড়ের প্রচ- বাতাসে উপজেলায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। পাঁচ হাজার গাছ ভেঙ্গে পড়েছে। বাতাসের প্রবল বেগে বৃষ্টি হওয়ায় ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।