শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :
সম্প্রতি বয়ে যাওয়া মোরা’র প্রভাবে গাছ উপড়ে পড়ে এক কন্যা শিশুর করুন মৃত্যু হয়েছে।৩০ মে সকাল ৯.৩০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া এলাকার শাহাজাহানের কন্যা শাহেনা আক্তার (১২) বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরহতাল রির্পোট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের টু আইসি এস আই দেবাশীষ সরকার জানান,ঘটনার সময় শাহেনা উপড়ে পড়া গাছের লাকড়ী সংগ্রহ করতে যায় ।এ সময় মোরার প্রভাবে বিধবস্ত হওয়া আরো একটি গাছ উপড়ে তার মাথায় পড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়।স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই দেবাশীষ সরকারে নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। একইদিন স্থানীয় জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়। শাহেনার অকাল মৃত্যুতে আত্বীয়-স্বজন, এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।