মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :
গনতন্ত্রের প্রবত্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে লামা পৌরসভা ও উপজেলা বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে লামা বাজারস্থ বিএনপি কার্যালয়ে এক আলোচন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন- লামা পৌর বিএনপি’র সভাপতি আব্দু রব। এ সময় উপজেলা পৌর বিএনপি’র সহ-সভাপতি আবু তাহের, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোহরাব উদ্দিন, উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম হারুণ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহীন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, মাতামুহুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের সম্পাদক ইয়াছিন আরাফাত বুলবুল বিশেষ অতিথি ছিলেন।
সভাপতির বক্তব্যে লামা পৌর বিএনপি’র সভাপতি আব্দু রব বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশেহারা জাতিকে আলোর পথ দেখিয়েছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।