আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থল জানবাক স্কয়ারে চালানো শক্তিশালী গাড়ি বোমা হামলায় সবশেষ ৪৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন অন্তত ৩০০ জন। পুলিশ ও হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা হতাহতের খবর নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

ঘটনাস্থলের খুব কাছেই রয়েছে বিভিন্ন দেশের দূতাবাস এবং প্রেসিডেন্ট প্রাসাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ঘটনাস্থলের পাশে বহু এক আহত ব্যক্তিকে গাড়িতে তোলা হচ্ছে

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জার্মান দূতাবাসের খুব কাছাকাছই এ বিস্ফোরণ ঘটানো হয়। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস জানান, বিস্ফোরণ এতোটাই বড় ছিল যে, এতে ৩০টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি মাসের প্রথমদিকে আইএস জঙ্গিরা ন্যাটো জোটের একটি সামরিক বহরে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত আটজন বেসামরিক নিহত হন।