চীফ রিপোর্টার, সিবিএন:

ঘূর্ণিঝড় ‘মোরার’ কবলে সাগরের বোট ডুবিতে ১০১ জেলে এখনো নিখোঁজ রয়েছে। বুধবার নৌবাহিনী কুতুবদিয়ার ৩০ জেলেকে উদ্ধার করেছে। জেলা বোট মালিক সমিতি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য মতে,  বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিখোঁজ রয়েছে শহরের নতুন বাহারছড়া এলাকার শফিউল আলম বাশির মালিকাধিন এফবি মিতালী, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের আব্দুস শুক্কুরের তিনটি  একই ইউনিয়নের জামাল উদ্দিনের এফবি জামাল এবং ছোট মহেশখালী ইউনিয়নের হাবিল বহদ্দারের একটি। মোট আটটি বোটে ১০১জন জেলে নিখোঁজ রয়েছে।

কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরং ইউনিয়নের চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী জানান, নিখোঁজ কুতুবদিয়ার ৩০ জেলেকে বুধবার বিকালে করেন নৌবাহিনী। তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা করা হয়েছে। এখন পর্যন্ত দুটি  বোট নিখোঁজ রয়েছে।

জেলা বোট মালিত সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহামদ জানান, কক্সবাজার শহরের একটি ও মহেশখালী পাঁচটি বোট নিখোঁজ রয়েছে।

বিস্তারিত আসছে…..