ডেস্ক নিউজ:

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা ঘাটতি রয়েছে। যা জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৫ শতাংশের নিচেই থাকছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ শীর্ষক ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।

এ সময় আগামী অর্থবছরের জন্যে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, এ ঘাটতি জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৪ দশমিক ৬ মধ্যে থাকছে।

২০১৫-১৬ ও ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘাটতি ছিল ৫ শতাংশ। আর ২০১৩-১৪ এবং ২০১২-১৩ বছরে এ ঘাটতির পরিমাণ ছিল যথক্রমে ৪ দশমিক ৬ শতাংশ ও ৪ দশমিক ৮ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বাজেটের মোট আকার হচ্ছে ৩ লাখ ৪০ হাজার ৬০৪ কোটি টাকা। সংশোধিত বাজেট হচ্ছে ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা। এর মধ্যে ঘাটতির পরিমাণ হচ্ছে ৯২ হাজার ৩৩৭ কোটি টাকা। ঘাটতি পূরণ করতে বিদেশি ও অভ্যন্তরীণ ঋণের উপর নির্ভরশীল হয় সরকার।