শাহেদ মিজান, সিবিএন:
ঘূর্ণিঝড় ‘মোরা’র কবলে বঙ্গোপসাগরে নিখোঁজ মো. লোকমান মিয়া নামে এক জেলের লাশ সোনাদিয়ার চর থেকে উদ্ধার করা হয়েছে। ১জুন সকালের দিকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে নিয়ে আসে লোকমানের পরিবার। তিনি কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়ার রহমত আলীর পুত্র।
স্থানীয়রা জানান, গত ২৭ মে সকালে ২৯ জন মাঝি মাল্লাসহ গভীর সাগরে মাছ শিকার করতে যায় মহেশখালী পৌরসভার দাসিমাঝিপাড়ার জামাল কোম্পানির এর মালিকানাধীন এফবি রেজা। মাছধরারত অবস্থায় মঙ্গলবার ‘মোরা’র কবলে বোটটি। বোটটি ছিন্নভিন্ন হয়ে জেলেরা সবাই পানিতে ভেসে যায়। তবে অন্যসব জেলে সাঁতরে ফিরে আসলেও নিখোঁজ ছিলো জেলে লোকমান। এর মধ্যে ১জুন সকালে তার লাশ ভেসে আসে সোনাদিয়ার চরে। নিহত লোকমান দু’সন্তানের জনক। তাকে হারিয়ে স্ত্রী-সন্তানসহ আত্মীয়-স্বজনেরা শোকে বিহ্বল হয়ে পড়েছে।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন বলেন, ‘নিহত লোকমানের পরিবারকে প্রাথমিক ভাবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অনুদান দেয়া হয়েছে। ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হচ্ছে।’