জালাল আহমদ, ঢাবি  থেকে:

পৃথিবীর আলো হতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা বঞ্চিত হলেও শিক্ষার আলো হতে তারা বঞ্চিত নয়।প্রতিবন্ধীদের শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে ‘সমাজের জন্য জাগরণ’ ( সজজা)। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রতিবন্ধী বান্ধব,হৃদয়বান  শিক্ষার্থীদের হাতেগড়া সংগঠন ‘ সমাজের জন্য জাগরণ'( সজজা) এর উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্মানে  আজ  এক ইফতার মাহফিল হাজী মুহম্মদ মুহসীন হলের ফয়েট’ স কক্ষে অনুষ্ঠিত হয়।সজজার নির্বাহী সমন্বয়ক আবুল হাসনাত সরকারের  সভাপতিত্বে আবু বক্কর সিদ্দিক প্রিন্সের সঞ্চালনায়  আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে  হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া বলেন,’ প্রতিবন্ধীরা  আমাদের সমাজেরই অংশ। তাদের কল্যাণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাদের সুখ দু:খের খবর নিতে হবে’। এতে  সজজার সাবেক নেতৃবৃন্দের মধ্যে  মাইন উদ্দিন,এনামুল হক সহ অনেকে  উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সজজার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন: সজজার ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া।