শাহেদ মিজান, সিবিএন:
ঘূর্ণিঝড় ‘মোরা’র কবলে পড়ে সাগরের নিখোঁজ জেলেদের গতকাল ১ জুন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজ মহেশখালীর এক জেলের লাশ গতকাল সোনাদিয়ার চরে ভেসে এসেছে। এছাড়া জীবিত বা মৃত কাউকে উদ্ধারের তথ্য সংশ্লিষ্ট কারো কাছে পাওয়া যায়নি। তবে নিখোঁজদের সন্ধানে নৌ-বাহিনীর উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে।
জানা গেছে, ঘূর্ণিঝড় মোরার কবলে পড়ে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ১১ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় শতাধিক জেলে নিখোঁজ হন। বুধবার কুতুবদিয়া উপকূল থেকে নিখোঁজ ৩০ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। জেলা বোট মালিক সমিতির তথ্য দেয়া তথ্য মতে, উদ্ধার ৩০ জন ছাড়াও আরো ১০১ জন জেলে নিখোঁজ থাকে।
ফিশিংবোট মালিক সমিতির হিসাব মতে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিখোঁজ রয়েছে শহরের নতুন বাহারছড়া এলাকার শফিউল আলম বাশির মালিকাধীন এফবি মিতালী, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের আব্দুস শুক্কুরের তিনটি (এফবি আল্লাহর দান-১, এফবি আল্লাহর দান-২ ও এফবি আল্লাহর দান-৩), একই ইউনিয়নের জামাল উদ্দিনের এফবি জামাল এবং ছোট মহেশখালী ইউনিয়নের হাবিল বহদ্দারের এফবি গাউছিয়া। এর মধ্যে এফবি মিতালীতে মাঝিমাল্লা রয়েছে ১৬ জন, এফবি আল্লাহর দান-১, এফবি আল্লাহর দান-২ ও এফবি আল্লাহর দান-৩ এ তিনটিতে রয়েছে ৫২ জন এবং এফবি জামালে ১৭ জন মাঝিমাল্লা রয়েছে। এছাড়া গত সোমবার কূলে ফেরার পথে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায় এফবি গাউছিয়া। ওই ট্রলারে মাঝিমাল্লা ছিল ২৯ জন। এর মধ্যে ২৮ জন সাঁতার কেটে ও অন্যান্য ট্রলারের সহযোগিতায় কূলে ফিরে আসলেও ওই ট্রলারের মাঝি এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ মাঝির নাম মো. হোসেন।
এদিকে জেলা ফিশিংবোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, কুতুবদিয়া ছাড়া মহেশখালী উপজেলা ও কক্সবাজার শহর থেকে ছয়টি ফিশিং বোট ঝড়ো হাওয়ার কবলে পড়ে এখনো বঙ্গোপসাগরে নিখোঁজ রয়েছে। তাদের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাদের উদ্ধারে নৌবাহিনীসহ বিভিন্ন দপ্তরের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। সে মতে নৌ-বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। নৌবাহিনী প্রাথমিক পর্যায়ে প্রায় অর্ধশত জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
তিনি জানান, তবে গতকাল জীবিত বা মৃত কোনো জেলেকে উদ্ধারের খবর বোট মালিক সমিতির কাছে আসেনি। কয়েকজন জেলের লাশ চট্টগ্রামের রয়েছে বলে কোস্টগার্ডের বরাত জানিয়েছেন মোস্তাক আহামদ। তার কোস্টগার্ডও এ ব্যাপারের পুরোপুরি নিশ্চিত নন।