আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি ক্যাসিনোতে ডাকাতের হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। এক বন্দুকধারী ক্যাসিনোতে এলোপাতাড়ি গুলি ছুড়লে এবং ক্যাসিনো টেবিলে আগুন ধরিয়ে দিলে ওই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ওই ক্যাসিনোতে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। খবর রয়টার্সের।
পুলিশ জানিয়েছেন, অজ্ঞাত এক বন্দুকধারী হামলা চালানের পর নিজেই আত্মহত্যা করেছেন। রিসোর্টস ওয়ার্লড ইন্টারটেইনমেন্ট কমপ্লেক্সে বৃহস্পতিবার মধ্যরাতে ওই নাটকীয় ঘটনা শুরুর কয়েক ঘণ্টা পরেই সেখানে ধোঁয়া দেখতে পেয়ে পুলিশ তল্লাশি চালালে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন।
ফায়ার প্রটেকশন সূত্র জানিয়েছে, পুরো কমপ্লেক্সে ধোঁয়া ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন দমবন্ধ হয়ে মারা যান।
রিসোর্টের মালিক জানিয়েছেন, কর্তৃপক্ষ ওই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা হতাহতের খবর পেয়েছেন।
শুক্রবার সকালে হোটেলে একটি রুম থেকে অজ্ঞাত বন্দুকধারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হোটেলের রুমের ভেতরেই নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন।
ওই ঘটনায় কমপক্ষে আরো ৫৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।