ডেস্ক নিউজ:
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর এখনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি বিএনপি। তবে বাজেট নিয়ে শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে টুইট করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলা ও ইংরেজিতে তিনি এ টুইট করেছেন।
সেখানে জানিয়েছেন, ‘বছর বছর ধরে জাতির সম্পদ লুণ্ঠনকারী লোভী চক্র যে আরো লুট করতে চায় এই বাজেট তারই সাক্ষ্য বহন করে। এক নিষ্ঠুর বাজেট সাধারণ মানুষের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নেয়ার শোষক শ্রেণির সর্বশেষ চেষ্টা। প্রতিরোধই মুক্তির একমাত্র পথ।’
তবে বাজেট নিয়ে বিএনপি নেতারা বিচ্ছিন্নভাবে প্রতিক্রিয়া জানালেও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।