মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। বুধবার(৭ জুন) দুপুরে পৌর বাজারে এ অভিযান চালান। এসময় মূল্য তালিকা না টাঙ্গানো, ওজনে কারচুপি মেয়াদ উত্তীর্ণ পণ্যসহ বিভিন্ন অভিযোগে মুদির দোকান থেকে জরিমানা আদায় করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আক্তার উননেছা শিউলী নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মিডিয়াকর্মীদের বলেন, রমজান মাসে নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে বেশ কিছু দোকানদারকে জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।