মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৬১ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। তাঁর নাম মোহাম্মদ রফিক(৩৬)। গত ৭ জুন রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, থানার সহকারি উপ-পরিদর্শক মো,মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আফজলনগর থেকে সাতকানিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ৬১ মামলার আসামী ও ছদাহা আফজলনগর মূহুরী পাড়ার আবু সৈয়দের ছেলে মোহাম্মদ রফিক(৩৬)কে গ্রেফতার করে। রফিক সাতকানিয়া থানার সন্ত্রাসী তালিকার ৮নং। তার বিরুদ্ধে হত্যা,পুলিশ এ্যাসল্ট, অগ্নিসংযোগ, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র, এলাকায় ত্রাস সৃষ্টিসহ ৬১টি মামলা রয়েছে। বিগত ২০১৩ ও ২০১৪সালে তার তান্ডবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ছদাহা এলাকায় পেট্রোল বোমায় ট্রাক চালক ওয়াসিম, যাত্রী শাহাব উদ্দিন মৃত্যুবরন করেন এবং একজন বিদেশী নাগরিক অন্ধত্ববরন করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেন বলেন, গ্রেফতারকৃত রফিক জামায়াতের ক্যাডার। সে সাতকানিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ৬১ মামলার আসামী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।