বার্তা পরিবেশক :

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেছেন গ্রাম আদালাত কে জনপ্রিয় করতে জনপ্রতিনিধিদের ভুমিকা রাখতে হবে। সময়,অর্থ বাচাঁতে এবং দ্রুত বিচার পেতে সবাইকে গ্রাম আদালতের প্রতি আস্থা রাখতে হবে। গ্রাম আদালতে কোন হয়রানীনেই ঝামেলা নেই মানুষ তার অভিযোগের কথা নিজেরাই বলতে পারে শুনতে পারে, কোন মধ্যসত্তভোগীর প্রয়োজন পড়ে না তাই গ্রাম আদালত সব ছেয়ে নিরাপদ। তাই তিনি গ্রামের জনসাধারণকে থানা বা অন্যকোন সংস্থারদারর্স্থ হওয়ার আগে গ্রাম আদালতেরকাছে যাওয়ার পরামর্শদেন। একই সাথে বিচারপ্রার্থী এবং বিচারকদের প্রতি একে অপরকে বিশ্বাষ এবং আস্থার উপযুক্ত পরিবেশ তৈরি করারও আহবান জানান। তিনি আজ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প এর আওতায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্বিসেসট্রাস্ট( ব্লাস্ট) এর সহযোগিতায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্টানে তিনি এসব কথা বলেন।১২জুন সকাল ১০ টায় কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কক্সবাজারের স্থানিয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক কাজী আবদুর রহমান বলেন বর্তমান সরকার গ্রাম আদালতকে অনেক শক্তিশালী করেছে। এর কারনে গ্রামের মানুষ ঘরের কাছেই ন্যায় বিচার পাচ্ছে । তাই গ্রাম আদালতকে আরো কার্যকর করতে হবে। এতে আরো উপস্থিত ছিলেন ব্লাস্টের জেলা সহায়ক আখ্যাইমং মার্মা, জেলা সমন্নয়কারী অরুনাংশু চাকমা, সদর উপজেলা কর্ডিনেটর মোঃ রাসেল। এতে কক্সবাজারের চকরিয়া, উখিয়া, রামু ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।