চট্টগ্রাম ব্যুরো
এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলমসহ (৩৫) ১০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১২ টার দিকে নগরীর নন্দনকাননে আর এফ পুলিশ প্লাজা থেকে তাকে গ্রেফতারের পাশাপাশি ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। এসময় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে দুইটি শটগান ও ২৮ রাউন্ড গুলি এবং একটি কালো মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
নগরীর পাহাড়তলী এবং কোতয়ালী থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) নাজমুল হাসান জানান, সোমবার সন্ধ্যায় ইফতারির পর ব্যবসায়ী মো. নূরুন্নবীকে তার সরাইপাড়ার বাসা থেকে অস্ত্রের মুখে অপহরণ করে শামসুল ও তার সহযোগীরা।
বিষয়টি পাহাড়তলী থানাকে জানানোর পর দ্রুত অভিযানে নামে পুলিশ। রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে হাতেনাতে আটক করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।