মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
টানা বর্ষণে হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড রাস্তাঘাট,মসজিদ,মাদ্রাসা,ঘর বাড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান পানিতে ডুবে গেছে। পানিবন্ধী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ, গবাদী পশুসহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক পুকুর। পৌর সদরের সাথে উপজেলা অধিকাংশ ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গ্রামে মানুষ গুলো নৌকা সম্পান নিয়ে হাটবাজারে আসা যাওয়া করছে। পাহাড়ী ঢলে হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার অধিকাংশ ছড়ার ভাঙন দেখা দিয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিার পানি ও পাহাড়ী ঢলে মানুষ দিশেহারা হয়ে গেছে। অনেকেই আশ্রয় নিয়েছে স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে। গৃহহীন হয়ে পড়েছেন নি¤œাঞ্চলের মানুষ। দুর্ভোগে পড়েছে খেতে খাওয়া দরিদ্র পরিবারের লোকজন।
হাটহাজারী পৌর এলাকার কামালপাড়া, মোহাম্মদপুর,করিয়ার দিঘী পাড়,কামালপাড়া, আলামপুর, আলীপুর,ফটিকা, দেওয়ান নগর।
এ দিকে উপজেলা নাঙ্গলমোড়া,গুমান মর্দন,ছিপাতলী,মেখল,গড়দুয়া,মির্জাপুর,মাদার্শা,ফতেপুর,শিকারপুর,বুড়িশ্চর ইউনিয়নে পানিবন্ধী হয়ে পড়েছে মানুষ। হালদার পানি বাড়তে থাকায় মানুষ এ দিক ওদিক ছুটপেুট পানিতে ডুবে আছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও মসজিদ ডুবে গেছে।
উপজেলার মেখল ইউনিয়নের আচার্য্যপাড়া,কাসিমার বটতল,মুফতি ফয়েজ উল্লাহ্ সড়ক রাস্তার উপর ৪/৫ থাকায় কয়েকটি ইউনিয়নের সাথে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।