ইমরান হোসাইন, পেকুয়া:

পেকুয়া উপজেলার বারবাকিয়া-রাজাখালী সড়কের নোয়াখালী পাড়া এলাকায় টমটম গাড়ি ও চালক ডাকাত দলের কবলে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় টমটম চালককে বাঁচাতে এসে সবজীবন পাড়ার বদিউল আলমের পুত্র সৌদি প্রবাসী জুনাইদ নামের এক ব্যক্তিও গুরুতর আহত হয়েছে। আহত হয়েছে টমটম চালক সদর ইউনিয়নের মইয়্যাদিয়া এলাকার আবদু জলিলের পুত্র আসাদুল ইসলাম (২৭)। এ সময় চালক ও সৌদি প্রবাসী থেকে ডাকাত দল নগদ টাকা, মোবাইল, প্রবাসী বিমান টিকেট ও স্বর্ণালংকার নিয়ে যায়।

গত ১৩ জুন রাত সাড়ে ১১টার দিকে বারবাকিয়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার মাস্টার জামালের বাড়ির পার্শ্ববর্তি এলাকায় টমটমে যাত্রী বেশে কয়েকজন অজ্ঞাতনামা যুবক এ ঘটনা ঘটায় বলে জানা গেছে। পরে স্থানীয় এমইউপি নাসির উদ্দিন মিয়া তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আহত জুনাইদ গুরুতর আহত অবস্থায় বর্তমানে চমেক হাসপাতালে রয়েছে বলে তার পরিবার থেকে জানানো হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র রায় ঘটনাস্থলে গিয়ে আহত চালক ও স্থানীয় লোকদের সাথে বলেন। তিনি বলেন, এ ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।