ছালাম কাকলী :

লামা ফাঁসিয়াখালীতে পানি চলাচলের রাস্তার উপর বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করাকে কেন্দ্র করে এক নারীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় এলাকায় চলছে টান্ টান্ উত্তেজনা।

পাহাড়ী জনপথ ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাটা এলাকার বাসিন্দা মনুর আলম নামে এক ব্যক্তি বহু মামলার বাদী হয়ে এলাকার নিরহ লোকজনকে হয়রানি করে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে। তার কারনে এলাকার বিভিন্ন জায়গার মালিকরা জায়গা ছেড়ে অন্যত্রে পালিয়ে গেছে । এমনকি সাপেরঘাটা বাজার এলাকার উপরের পানি চলাচল করে থাকে লোকজন চলাচলের পথ দিয়ে । মনুর আলমের সন্ত্রাসী পুত্র ঐ পানি চলাচলের রাস্তার উপর বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সড়কের উপর প্রায় সময় পানি জমা থাকে । যার ফলে লোকজন চলাচলে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। সর্বশেষ সম্প্রতি ঐ এলাকার ইউ.পি সদস্য নাছির উদ্দীন অফিসে বসে একটি সালীশ করার সময় এলাকার ক’য়েকজন নারী-পুরুষ এসে সড়কের উপর বাঁধ দেয়ার বিষয়টি তুলে ধরে বাঁধটি কেটে দেয়ার জন্য দাবী জানান। ইউ.পি সদস্য নাছির উদ্দীন সাথে এলাকার লোকজনকে নিয়ে বাঁধটি কেটে দেয়ার চেষ্টা করলে মনুর আলমের সন্ত্রাসী পুত্র আচমাকা এসে কোঁদাল দিয়ে আঘাত করে। তখন উপস্থিতি লোকজন ঐ সন্ত্রাসী লোকটিকে মারধর করতে থাকে। এ অবস্থায় মনুর আলমের স্ত্রী এগিয়ে গেলে পা স্লিপ করে ঘটনা স্থলে লুঠিয়ে পড়ে। পরে লোকজন মনুর আলমের পুত্র ও তার স্ত্রীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করে। এ অবস্থায় মনুর আলমের স্ত্রীর মৃত্যু ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে টান্ টান্ উত্তেজনা।