ডেস্ক নিউজ:
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদে রাজনৈতিক কারো বাঁধা থাকলে তাদের কাউকে ছাড় দেয়া হবেনা বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর লালখান বাজার মতি ঝর্ণা এলাকার ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শনে এসে এ মন্তব্য করেন মন্ত্রী।
এ সময় তিনি আরো বলেন, ঝুঁকিপূর্ণ এসব বসবাসকারীদের সরিয়ে নিয়ে পূনর্বাসন করতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনকে চূড়ান্ত তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
মতিঝর্ণা পরিদর্শনের শেষে হালিশহর ফইল্লাতলিতে টর্নেডুয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মন্ত্রী।
এ সময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য আফসারুল আমীন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মুসলেম উদ্দিন চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।