সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় হোটেল সী-ওয়ার্লড মিলনায়তনে ইসলামিক স্টাডিজ এর ডিপার্মেন্ট প্রধান জনাব ড. এস এম বেলাল নুর আজিজির সভাপতিত্বে এবং মোঃ আইয়ুব মোল্লার পরিচালনায় ইফতার মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্টার ও লাইব্রেরী সাইন্সের প্রধান মোঃ নাজিম উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্টের লেকচারার ড. নুরুল আবছার এবং আব্দুল্লাহ আল মাহমুদ।
স্বাগত বক্তব্য রাখেন ডিপার্টমেন্টের লেকচারারআরিফুল ইসলাম এবং ডিপার্টমেন্টের ছাত্র রকিবুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস লোহায় যেমন মরিচা ধরলে লোহাকে বিভিন্ন ভাবে পরিস্কার করতে হয় তেমনি রমজান মাস আমাদের অন্তরে জমে তাক মরিচা গুলো পরিস্কার করে দেয়।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করে ইফতার মাহফিলের সৌন্দর্য বাড়িয়ে তোলেন শিল্পী মোঃ আইয়ুব মোল্লা।
পরিষেশে ইফাতরের আগ মুহুর্তে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে ইফতারের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডিপার্টমেন্টের ছাত্র নুরুল ইসলাম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।