মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
গত কয়েক দিনের বর্ষণে হালদার পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় হাটহাজারী পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। বিভিন্ন স্থানে পানি বাড়তে থাকায় গ্রামের ছোট বড় রাস্তায় ৩ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে পৌর এলাকার মোহাম্মদপুর ওয়ার্ড ও উপজেলার মেখল ইউনিয়নের মোজাফরাবাদ,মাদার্শা, গুমানমর্দন,নাঙ্গলমোড়াও গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। হালদার জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় আতংক গ্রস্ত হয়ে পড়েছে এ সব গ্রামের মাসুষ।
সরেজমিন ঘুরে দেখা যায়,গড়দুয়ারা ও মেখল ইউনিয়নেরঅলিগলিতে হালদার জোয়ারের পানি ঢুকে পড়েছে। এ সব পানির কারনে লোকজন ঘর হতে বের হতে পারেন না। দুর্ভোগে পড়েছে ঘরবন্দী মানুষ। স্কুল,মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানেও পানি ৪/৫ ফুট। হালদার পানি বাড়তে থাকায় বিভিন্ন স্থানে পুকুর ডুবে পানিতে ভেসে গেছে অর্ধশতাধিক পুকুরের মাছ। ওই সব এলাকার মানুষ নৌকা যোগে বিভিন্ন স্থানে আসা যাওয়া করতে দেখা যায়। ভারী বর্ষণ ও পাহাড়ী ঢল এখন হালদা নদীতে পড়ার পর জোয়ারের পানিতে গ্রামে ৪/৫ ফুট পর্যন্ত ডুবে আছে।
কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সব চেয়ে বেশি ভোগান্তি দেখা গেছে নিত্য আয়ের মানুষ ও ছিন্নমুল পরিবার গুলোকে। ফুটপাতের হকারদের পর পর চারদিনে বৃষ্টিজ্বলে বেচাকেনা গেছে ভেস্তে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে।
হালদার পানিতে তলিয়ে গেছে শতাধিক গ্রাম : দুর্ভোগে মানুষ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।