মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার খুটাখালী জাতীয় উদ্যান সহ পার্শ্ববর্তী গ্রামে বন্যহাতির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। একটি বুনো হাতির পাল গত দুদিন ধরে স্থানীয় মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ও পার্শ্ববর্তি গ্রামের বসত বাড়িগুলোতে হানা দেয়। এতে গাছ পালা ভাঙ্গচুর সহ ব্যাপক তান্ডব চালায়। স্থানীয় ভিলেজার মৃত আব্দুল জলিলের পুত্র মোহাম্মদ হোছাইন ও বদি আলম হেডম্যানের বাড়িতে তান্ডব চালিয়ে বেস কিছু সংখ্যক কাঠাল গাছ, অন্যান্য ফলের গাছ সহ গাছের চারা ভেঙ্গে নষ্ট করে দেয়। মেধাকচ্ছপিয়া বন বিট কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন ‘গত শুক্রবার রাত পৌনে বারোটায় ১১ সংখ্যক বিশিষ্ট একটি বুনো হাতির পাল ভিলেজার ও পার্শ্ববর্তী বাড়িঘরে তান্ডব চালিয়ে গাছ ও গাছের চারা ভেঙ্গে ফেলে। এছাড়া জাতীয় উদ্যানের পিকনিক স্পটের ঘরের জানালায় আঘাত করে কয়েকটি গ্লাস ভাঙ্গচুর করে। খবর পেয়ে আমি এবং বনকর্মিরা মিলে এদের ধাওয়া করি এবং আত্মরক্ষা ও ভীতি সঞ্চার করতে তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করি। পরে বুনো হাতির পালটি পালিয়ে যায়।’ ঘটনার সত্যতা জানান ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এর আগের রাতেও ৫ সংখ্যক বিশিষ্ট হাতির পাল গ্রামের ভেতরে এসে ক্ষয়ক্ষতির চেষ্টাকালে গ্রামবাসীদের তাড়া খেয়ে পালিয়ে যায়। এদিকে প্রতিনিয়ত হাতির পালটি মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের আশে পাশের গ্রামে চলে আসায় আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। তবে এই বুনো হাতির হামলায় এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।