বনপা নিউজ :
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)র কেন্দ্রীয় কমিটির আয়োজনে ১৮ জুন বিকেল ৪টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আ্ইইবি), ঢাকায় “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন মিডিয়ার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া কিন্তু হটাত অসুস্থ হয়ে পরায় আসতে না পারায় সাধারণ সম্পাদকের ফোনের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন এবং সকলকে তিনি অভিনন্দন জানান। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন । তিনি বলেন , ভবিষ্যতে অনলাইন সংবাদপত্র পত্রিকার মেইনষ্ট্রিম দখল করে নেবে। কাগজের পত্রিকা অদূর ভবিষ্যতে উঠে যাবে। এখন অনলাইন সংবাদপত্রের প্লাবন চলছে । তবে মান সম্পন্ন সংবাদ পরিবেশনে অনলাইনগুলোকে আরো নজর দিতে হবে।তিনি আরো বলেন , অনলাইন সম্পাদক মালিকদের সংগঠন বনপার সঙ্গে থাকবেন। সার্বিক সহযোগিতা দেবেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য দেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সদর আলী বিশ্বাস,পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মসিহ-উর রহমান, ওয়ালটনের অ্যাডিশনাল পরিচালক প্রকৌশলী লিয়াকত আলী, দৈনিক বাংলার ডাক পত্রিকার সম্পাদক এ্যাড. মোয়ার হোসেন সিদ্দিক, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী, বনপার সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি।
এছাড়া উপস্থিত শুভেচ্ছা বক্তব্য দেন সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, সাংগঠনিক সম্পাদক, রবিউল হক খান সহ অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বনপা’র সিনিয়ার যুগ্ম সম্পাদক সরকার রুহুল আমীন, যুগ্ম সম্পাদক মুনতাসীর রায়হান মীম, শাহাদাৎ হোসেন আশরাফ ও ওয়ালী উল্লাহ খান, নির্বাহী সদস্য সুচিত্র সরকার ও শাহারিয়ার রিপন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।