এম.এ আজিজ রাসেল

জেলা আইনজীবী সমিতির শিক্ষানবীশ আইনজীবীদের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ১৮ জুন রোববার পাঁচ তারকা মানের হোটেল দি বেষ্ট ওয়েষ্টার্ণ হেরিটেজে তরুণ আইনজীবী মাহমুদুল হক মাহমুদের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আইনপেশার মান-মর্যদা ও স্বাধীনতা সম্পর্কে শিক্ষানোবীশ আইনজীবীদের সচেতনতা বৃদ্ধিসহ আইন পেশায় উৎসাহিত করার অভিপ্রায়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। পাশাপাশি আইন পেশায় সিনিয়র জুনিয়র আইনজীবীদের সাথে শিক্ষানবীশ আইনজীবীদের দায়িত্ব- কর্তব্য পালন ও সুসম্পর্ক তৈরি করার ব্যাপারেও আলোচনা করা হয়। তরুণ আইনজীবী মাহমুদ এই রকম একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে বার-বেঞ্চ, সিনিয়র জুনিয়র এবং শিক্ষানবীশ আইনজীবীদের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশাবাদী। জেলা বারের সকল শিক্ষানবীশ আইনজীবীদের উপস্থিতিতে দি বেষ্ট ওয়েষ্টার্ণ হেরিটেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। এছাড়াও এই মহতি আয়োজনের মাধ্যমে আগামী ২১ জুলাই বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অনুষ্টিব্য এডভোকেটশীপ এনরোল্ডমেন্ট পরিক্ষায় অংশগ্রহণকারীরা সকলের কাছে দোয়া চেয়েছেন। ভবিষৎতে তরুণ আইনজীবীরা পেশাগত মান-মর্যদা অক্ষুন্ন রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তব্যকালে নবীন এডঃ মাহমুদ রাষ্ট্র পরিচালনায় বিজ্ঞ আইনজীবীদের অবিস্মরণীয় ভূমিকা ও ইতিহাস শিক্ষানবীশ আইনজীবীদের নিকট উদাহরণ হিসেবে উপস্থাপণ করেন। ভবিষৎতে সকলের সার্বিক সহযোগীতায় কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গন থেকে টাউট-দালাল উচ্ছেদেও অগ্রণী ভূমিকা পালন করে আইনজীবীদের সুনাম ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন। পরিশেষে সকল আইনজীবীদের উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করে পেশাগত মান মর্যদা অক্ষুন্ন রেখে সফলতার সাথে আইন পেশা পরিচালনার জন্য আহবান করেন এডভোকেট মাহামুদুল হক (মাহমুদ)।