কামাল শিশির , ঈদগড় (কক্সবাজার) :

 

কক্সবাজার রামুর ঈদগড় -ঈদগাঁও -বাইশারী সড়কে গত কয়েকদিন ধরে হিল লাইন বাস চলাচল বন্ধ থাকায় বর্তমানে যাত্রীদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে । প্রাপ্ত তথ্য মতে , সড়কের ভোমরিয়াঘোনা ও গজালিয়া এলাকায় রাস্তা বাস গুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ায় উক্ত বাস চলাচল বন্ধ রয়েছে । ফলে যাত্রীদেরকে টম টম , সিএনজি, ঢেম্পারসহ বিভিন্ন যানবাহন দিয়ে ভাঙ্গা রাস্তায় চলাচল করতে হিমশিম খেতে হচ্ছে । এমনকি শরিরের বিভিন্ন জায়গায় জখম হচ্ছে । তাছাড়া সঠিক সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁচতে পারছেনা যাত্রীরা । অপরদিকে ভাড়াও দিতে হচ্ছে দিগুন । এ নিয়ে যাত্রীদের মাঝে নানা সমস্যা দেখা দিচ্ছে ।এছাড়া ডাকাতের কবলেও পড়ছে যাত্রীরা । বিশেষ করে মহিলা যাত্রীদের সমস্যা হচ্ছে অনেক বেশি । মহিলারা পুরুষদের ভীড়ে চড়তে গিয়ে অনেক সময় গাড়ীতে উঠতে না পেরে রাস্তায় দাড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা । ফলে পারিবারিক ভাবে নানা জামেলা পোহাতে হচ্ছে । কবে নাগাদ এ সমস্যা শেষ হবে তা সঠিক জানা যায়নি । অভিযোগ উঠেছে রাস্তার ঠিকাদার যথা সময়ে রাস্তার ও ব্রীজের কাজ শেষ না করায় হিল লাইন বাস গুলো চলাচল করতে পারছে না । তবে যাত্রীরা শীঘ্রই সড়কে পুনরায় হিল লাইন বাস গুলো চালানোর জন্য কতৃপক্ষের নিকট আবেদন জানান এবং রাস্তা ও ব্রীজের কাজ শেষ করার জন্য ঠিকাদারের দৃষ্টি আকর্ষণ করেন । অপরদিকে ঈদ মৌসুমে ঈদের কেনা কাটায় ব্যাপক ভাবে ব্যাঘাত ঘটছে বলে জানান এলাকার লোকজন ।