কামাল শিশির ,ঈদগড় (কক্সবাজার) :
কক্সবাজার রামুর ঈদগড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত ও জনগণের জান মালের সার্বিক নিরাপত্তা রাখতে সম্প্রতি পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে । ফলে এলাকায় শান্তির পরিস্থিতি দেখা যাচ্ছে । সরজমিন পরিদর্শনে দেখা যায়, রামু থানা এএস আই মোর্শেদ আলম ও ঈদগড় পুলিশ ক্যাম্প আই সি আবুল হাসেম বর্তমানে এলাকার সর্বস্তরে রাত দিন অপরাধীদের বিরোদ্ধে অভিযান পরিচালনা করছে । এছাড়া ডাকাত কবলিত এলাকায় ৩ ভাগে বিভক্ত হয়ে নিয়মিত টহল অব্যাহত রেখেছে এবং চুরি,ডাকাতি,অপহরণ বন্ধে রাত দিন অপহরণ চক্রের বিরোদ্ধে অভিযান করে চলছে । এলাকার জনগণের জান মাল রক্ষার্থে নিরলশ পরিশ্রম করছেন এ্এস আই মোর্শেদ ও আইসি হাসেম । ্তাছাড়া এলাকাবাসীর সাথে কাদে কাদ মিলিয়ে নানান সমস্যা সমাধান করছেন প্রতিনিয়ত তারা । সবার সহযোগিতায় এলাকার সুন্দর ও শৃঙ্খলা বজায় রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুজনই । এলাকার সুশিল সমাজ তাদের কর্মকান্ডে খুবই আনন্দিত এবং তাদেরকে সাধুবাদ জানান । এএসআই মোর্শেদ আলম ও আইসি আবুল হাসেম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে পুলিশ সারাক্ষণ চারিদিকে টহল অব্যাহত রেখেছে পাশাপাশি যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।