প্রেস বিজ্ঞপ্তি:
কুতুবদিয়ায় জাতীয় ছাত্র সমাজের পরিচিতি সভা ও ইফতার মাহফিল গতকাল (মঙ্গলবার) উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বড়ঘোপ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব কহিনুর রহমান সাদ্দামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এড. আয়ূব হোছাইন, বিশেষ অতিথি জাতীয় পার্টির নেতা মোঃ জকরিয়া (সাবেক মেম্বার), মনজুর আলম, প্রধান বক্তা জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রিয় কমিটির যুগ্ন-শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওমর ফারুক, আরো উপস্থিত ছিলেন- যুব নেতা শহীদুল ইসলাম চৌধূরী খোকন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এড. আয়ূব হোছাইন বলেন- জাতীয় পার্টির নেতৃত্বে জাতীয় ছাত্র সমাজকে নব-নিবার্চিত আহবায়ক কমিটির মধ্য দিয়ে হুসেইন মুহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করা সম্ভব।
প্রধান বক্তা বলেন- জাতীয় ছাত্র সমাজ একটি সু-সংগঠিত শান্তিকামী ছাত্র সংগঠন। বাংলাদেশের উন্নয়নের ভুমিকায় জাতীয় ছাত্র সমাজের অবদান অনস্বীকার্য । জাতীয় ছাত্র সমাজকে শক্তিশালী করলে আগামীতে জাতীয় পার্টি এদেশের শাসনভার গ্রহণ করতে পারবে বলে আশা করেন। উক্ত আলোচনা সভায় কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে সম্ভাব্য প্রার্থী কেন্দ্রিয় কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মোহিবুল্লাহর পক্ষে মাঠে কাজ করার আহবান জানান।
শেষে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের র্দীঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য মাওঃ মোঃ ফোরকানের মোনাজাতের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।