ইমাম খাইর, সিবিএন:
নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে শপথ গ্রহণ করেছেন পার্বত্যজেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তসলিম ইকবাল চৌধুরী।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
তাকে শপথ বাক্য পাঠ করান বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক।
শপথের পর প্রতিক্রিয়ায় চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্থানীয় সরকার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, দলীয় নেতাকর্মীসহ সবার কাছে কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, আমি শাসক নয়, জনগণের সেবক হিসেবে সবার সাথে সমন্বয় করে কাজ করব। সুখে দুঃখে মানুষের পাশে থাকব। আমি আমার ইউনিয়নকে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির মাধ্যমে বান্দরবান জেলায় মডেলে রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাব। এজন্য তিনি সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেদি, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাঈল, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মংসৈ প্রেুা চৌধুরী, রবিসন বড়–য়া, যুবনেতা ছৈয়দ আলম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ মে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি নির্বাচনে ৪৫২৯ ভোট পেয়ে তসলিম ইকবাল চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন ইউপি চেয়ারম্যান আবু সৈয়দ মারা যাওয়ায় পদটি শূন্য হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।