তথ্যপ্রযুক্তি ডেস্ক:
চাকরি খোঁজার জন্য এখন আর জব সাইটে যেতে হবে না। ‘জব’ সার্চ নামে নতুন একটি ফিচার চালু করেছে টেক জায়ান্ট গুগল। ফলে এখন থেকে গুগল সার্চে পছন্দের চাকরির খোঁজ পাবেন চাকরিপ্রার্থীরা। গত মঙ্গলবার নতুন এই সুবিধা চালু করে গুগল।
যখন কোনো চাকরিপ্রার্থী গুগলে ব্যাংকিং জব বা টিচিং জব লিখে সার্চ করবেন তখন গুগল মনস্টার, লিঙ্কডইন, ওয়াইউইপ, ডাইরেক্ট এমপ্লয়ার্স, ক্যারিয়ার বিল্ডার, গ্লাসস্টার এবং ফেসবুকের মত সাইটগুলো থেকে চাকরির তালিকা প্রদর্শন করবে। শিরোনাম, বিভাগ, তারিখ এবং ক্যাটাগরি অনুযায়ী গুগল বিভিন্ন চাকরির ফলাফল দেখাবে।
তবে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকরা এ সুবিধা পাবেন। পরবর্তীতে সারা বিশ্বে এটি উন্মুক্ত করা হবে।
সার্চ বারে থাকা ‘জব’ অপশনের লিংকগুলোতে ক্লিক করলে সরাসরি নিয়োগকারী প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিয়োগকারী প্রতিষ্ঠান সম্পর্কে সাবেক ও বর্তমান কর্মীদের মতামত বা রেটিংও প্রকাশ করবে গুগল। ফলে আবেদনের আগেই প্রতিষ্ঠানটি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। শুধু তাই নয়, আবেদনকারীর অবস্থান থেকে প্রতিষ্ঠানের দূরত্ব কত তাও জানাবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।