সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত পাঁচ হাজার সাতশ হজযাত্রীর কোটা বেসরকারি এজেন্সিতে নিবন্ধন করা যাবে। বৃহস্পতিবার এ নিবন্ধন শুরু হয়েছে। চলবে ৩ জুলাই পর্যন্ত।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ-১) মো. আবুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘সৌদি সরকারের অনাপত্তি থাকায় প্রাক নিবন্ধনের ক্রম অনুযায়ী ২২০৮৮৫ থেকে ২২৬৫৮৫ পর্যন্ত নিবন্ধন করা যাবে।’

যেসব হজ গমনেচ্ছু ব্যক্তি ৬৩৫টি এজেন্সির মধ্যে অন্তর্ভুক্ত নন এবং এ ক্রমিকের মধ্যে রয়েছেন সেসব হজ গমনেচ্ছুকে স্থানান্তরের মাধ্যমে সংশ্লিষ্ট এজেন্সি সমন্বয় করবে। এ সময়ের মধ্যে যারা নিবন্ধন করবেন না তারা ২০১৭ সালের হজ গমনে অনাগ্রহী হিসেবে বিবেচিত হবেন।