আবদুর রাজ্জাক,কক্সবাজার :
র্যাব-৭’র একটি অভিযান দল চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গর সমুদ্রে একটি ফিশিং ট্রলারে তল্লাসী চালিয়ে ৭৫ কোটি টাকা মূল্যের ১৫ লক্ষ ইয়াবাসহ মহেশখালীর ৬ জেলেসহ মিয়ানমারের ৬ জন নাগরিককে আটক করেছে। এসময় র্যব সদস্যরা এফ.বি ‘মায়ের দোয়া’ নামক একটি দ্রুত গতি সম্পন্ন ফিশিং ট্রলার জব্দ করেছে। শুক্রবার ( ২৩ জুন ) বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় ঘটিকার সময় র্যাব সদস্যরা চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গর সমুদ্রে অবস্থারত এফ.বি ‘মায়ের দোয়া’ নামক একটি ফিশিং ট্রলার ধাওয়া করে আটক করে তল্লাসী চালিয়ে ১৫ লক্ষ ইয়াবাসহ মহেশখালীর ৬ জেলেসহ মিয়ানমারের ৬ জন নাগরিককেও আটক করেছে। এসময় র্যব সদস্যরা এফ.বি ‘মায়ের দোয়া’ নামক একটি দ্রুত গতি সম্পন্ন ফিশিং ট্রলার জব্দ করেছে।আটককৃতরা হলেন,কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার পুঠিবিলা গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র নজির আহমেদ (৫৫) @ দুলা মাঝি (মাঝি),একই এলাকার মামুনুর রহমানের পুত্র মোঃ হাসেম প্রাইভার (১৯),মৃত কালু মিয়ার পুত্র মোঃ জাফর (৩০),রেজাউল করিমের পুত্র মোঃ খোকন (২৫),ফজল আহমদের পুত্র মোঃ আনিসুর রহমান (১৮),পৌনসভার ঘোনা পাড়া গ্রামের মো: ছিদ্দিকের পুত্র খায়রুর আমিন (২০), অংলাপাড়া,লামা উপজেলার অংলাপাড়া এলাকার মৃত লালু মিয়ার পুত্র মোঃ ছাদেক (২৫), মিয়ানমারের নাগরিক মোঃ ইসমাইল (২০)পিতাঃ নুরুল ইসলাম,মোঃ আব্দুল খালেক (২০) পিতাঃ নুর আলম,মোঃ সাদ্দাম হোসেন (১৯) পিতাঃ নুরুল আলম,মোঃ নুর আলম (২৫) পিতাঃ মৃত ইউনুছ,মোঃ সেলিম @ মলয় (২০) পিতাঃ মোঃ সাইদুর রহমান।
র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,মাদক পাচারকারী সিন্ডিকেট মায়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান ট্রলারে করে সমুদ্রপথে এনে চট্টগ্রামে খালাস করবে। উক্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ জুন) বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় ঘটিকার সময় লেঃ কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ, অধিনায়ক, র্যাব-৭ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল চট্টগ্রাম সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থান নেয় এবং ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়ে ‘মায়ের দোয়া’ নামক একটি দ্রুত গতি সম্পন্ন ট্রলারকে সনাক্ত করতঃ ধাওয়া করে আটক করে তল্লাশী চালিয়ে ৭৫ কোটি টাকা মূল্যের ১৫ লক্ষ পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার পুঠিবিলা গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র নজির আহমেদ (৫৫) @ দুলা মাঝি (মাঝি),একই এলাকার মামুনুর রহমানের পুত্র মোঃ হাসেম প্রাইভার (১৯),মৃত কালু মিয়ার পুত্র মোঃ জাফর (৩০),রেজাউল করিমের পুত্র মোঃ খোকন (২৫),ফজল আহমদের পুত্র মোঃ আনিসুর রহমান (১৮),পৌনসভার ঘোনা পাড়া গ্রামের মো: ছিদ্দিকের পুত্র খায়রুর আমিন (২০), অংলাপাড়া,লামা উপজেলার অংলাপাড়া এলাকার মৃত লালু মিয়ার পুত্র মোঃ ছাদেক (২৫), মিয়ানমারের নাগরিক মোঃ ইসমাইল (২০)পিতাঃ নুরুল ইসলাম,মোঃ আব্দুল খালেক (২০) পিতাঃ নুর আলম,মোঃ সাদ্দাম হোসেন (১৯) পিতাঃ নুরুল আলম,মোঃ নুর আলম (২৫) পিতাঃ মৃত ইউনুছ,মোঃ সেলিম @ মলয় (২০) পিতাঃ মোঃ সাইদুর রহমানকে আটক করেন। র্যাব সদস্যরা এসময় উক্ত ট্রলারটি জব্দ করেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা ও জব্দকৃত ফিশিং ট্রলারটির মূল্য আনুমানিক ০১ কোটি টাকা হবে বলে জানা গেছে।।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব সূত্রে প্রকাশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।