মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :
সহস্রাধিক শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকবে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) প্রাঙ্গন। নাড়ীর টানে শেখড়ের সন্ধানে শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একে অপরের সাথে মিলে কুশল বিনিময় ও আনন্দ উল্লাস করবেন। দেশব্যাপী বিস্তৃত এ শিক্ষার্থীরা দিনটিকে নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্মরণীয় করে তুলতে নিয়েছেন প্রয়োজনীয় প্রস্তুতি। তাদের সাথে আনন্দ ভাগাভাগিতে অংশ নেবেন অত্র বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। থাকবেন আমন্ত্রিত অতিথিরা। এ পুর্ণমিলনকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা বেশ কিছুদিন যাবত প্রস্তুতি কার্যক্রম চালিয়ে আসছিলেন। ২৮ জুন মিলনমেলা ২০১৭ শীর্ষক এ অনুষ্ঠানের শুরুতে সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হবে বর্ণাঢ্য র্যালী। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আরো রয়েছে সকাল ১০ টায় আলোচনা সভা, দুপুর ১ টায় নামাজ বিরতি ও প্রীতিভোজ, আড়াইটায় দেশের খ্যাতনামা ব্যান্ড-শো তীরন্দাজের মনোমুগ্ধকর পরিবেশনা। মিলনমেলা উদযাপন কমিটির সদস্য, ২০০২ ব্যাচের শিক্ষার্থী, তরুণ লেখক আরিফ উল্লাহ আরিফ অনুষ্ঠানের থিমসং তৈরি করেছেন। প্রাক্তন শিক্ষার্থীদের এ আয়োজনকে পূর্ণতা দিতে উৎসব স্থানে থাকবে বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা। প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী ২০১৭ এর আহবায়ক সৌদি প্রবাসী শফিকুল ইসলাম (২০০৫ ব্যাচ) জানান, উৎসবকে পূর্ণতা দিতে এবং মিলনমেলাকে যথাযোগ্যভাবে উদযাপন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। মাঠে তৈরি করা হচ্ছে বিশাল মঞ্চ ও প্যান্ডেল। তার মতে, ২৮ জুন তাদের জীবনের জন্য একটি স্মরণীয় দিন। এ দিনে তারা প্রাক্তন ছাত্রদের সাথে মেলবন্ধনে আবদ্ধ হবেন। পরিবার কর্মস্থলের খোঁজ খবর নেবেন। পরষ্পরের সাথে পরিচিত হবেন। আনন্দ উল্লাস ও অতীত স্মৃতিচারণে দিনটি পার করবেন। অনেকে স্ত্রী-পুত্র বা পরিবার-পরিজন নিয়ে প্রিয় শিক্ষাঙ্গনে আনন্দ উৎসবে যোগ দেবেন। স্কুল ক্যাম্পাস বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষিকা, আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখর থাকবে। অনুষ্ঠানের আয়োজকরা জানান, পুনর্মিলনী ২০১৭ উদ্বোধন করবেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামরুল হক চৌধুরী। প্রধান অতিথি থাকবেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. ক. (অব.) ফোরকান আহমদ। প্রধান আলোচক কক্সবাজারের এডিসি জেনারেল কাজী আবদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক নুরুল হুদা ফরাজী, বর্তমান প্রধান শিক্ষক এ.কে. এম আলমগীর, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল হক, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ খায়রুজ্জামান। মিলনমেলায় সভাপতিত্ব করবেন উদযাপন কমিটির আহবায়ক শফিকুল ইসলাম। এ মিলনমেলাকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এছাড়াও থাকবেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২, ঈদগাঁও নিউজ ডটকমের প্রতিষ্ঠাতা সোহেল জাহান চৌধুরীসহ ঈদগাঁও, ইসলামাবাদ, ইসলামপুর, জালালাবাদ, পোকখালী ও চৌফলদন্ডীর চেয়ারম্যানবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।