স্পোর্টস ডেস্ক:
ব্রিটিশ রাজ পরিবারের কারও বিয়ে হলে এতটা সাজ সাজ রব পড়ে যায় বিশ্বব্যাপি। ২০১১ সালে প্রিন্স উইলিয়াম বান্ধবী কেট মিডলটনকে বিয়ের যে অনুষ্ঠান হয়েছিল তা আজও মনে রাখে প্রত্যক্ষদর্শীরা। লিওনেল মেসি কি প্রিন্স উইলিয়ামের চেয়ে কম! সারা বিশ্বে শত কোটি ভক্ত-সমর্থক রয়েছে তার। কাঁড়ি কাঁড়ি টাকার মালিক। তিনি যখন বিয়ে করতে যাবেন, তখন সারা দুনিয়ায় সেই বিয়ের সানাইযের সুর শোনা যাবে না, তা কী করে হয়!
মেসির সঙ্গে দীর্ঘদিনের বান্ধবী আনতোনেল্লা রোকুজ্জোর বিয়ে। আজই, আর্জেন্টিনায় মেসির নিজের শহর রোজারিওয়। মেসি এবং আনতোনেল্লার এই বিয়ে নিয়ে গত কয়েকদিন তুমুল আলোচনা। সারা বিশ্বের আগ্রহের কেন্দ্র বিন্দুতে এই বিয়ে। কেমন হবে, মেসির বিয়ের অনুষ্ঠান- এটাই এখন সবার আগ্রহের বিষয়।
তবে বিশ্বব্যপি তুমুল আলোচনার বিষয় হচ্ছে, বিয়ের অনুষ্ঠানের ভেন্যু। রোজারিওয় যে সিটি সেন্টার হোটেল কমপ্লেক্সকে বিয়ের অনুষ্ঠানের জন্য বাছাই করা হয়েছে, সেটির পেছনেই রোজারিওর কুখ্যাত গ্যাং গ্রুপ লস মনোসের আস্তানা। পুরো আর্জেন্টিনায় যা অপরাধ হয়, রোজারিও হয় তার দ্বিগুণ। এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে এই শহরটি। গত পাঁচ বছরেই নাকি গ্যাং ওয়ারে নিহত হয়েছে ১ হাজারেরও বেশি মানুষ।
অপরাধ জগতের বিখ্যাত ঘাঁটিতে মেসি বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন শুনেই সবাই অবাক। তার ওপর, রোজারিও দারিদ্র্য। অনেক মানুষ আছেন, যারা দারিদ্র্যসীমার নীচে বসবাস করছেন। এমন একটি শহরে এত বিলাসবহুল বিয়ের আয়োজন অনেকেই মেনে নিতে পারছেন না। যদিও মেসির বিয়েকে কেন্দ্র করে সেই হোটেলে বাইরের মানুষের প্রবেশ আপাতত বন্ধ। সাবেক সেনা কর্মকর্তার নেতৃত্বে সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ২০০’র বেশি নিরাপত্তারক্ষী।
বিয়েতে অতিথির তালিকা
অতিথি তালিকার ক্ষেত্রে দু’রকমের খবর পাওয়া যাচ্ছে। অনানুষ্ঠানিকভাবে শোনা যাচ্ছে ৬০০’র ওপর অতিথি থাকবে মেসির বিয়েতে; কিন্তু মেসির মুখপাত্রের বক্তব্য মাত্র ২৫০ জন অতিথিকে দাওয়াত দেয়া হয়েছে।
সেলিব্রিটি অতিথি
বার্সেলোনায় এবং আর্জেন্টিনা দলে তার সতীর্থরা তো থাকবেনই স্বপরিবারে। সেই তালিকায় রয়েছেন নেইমার, সুয়ারেজ, ফ্যাব্রেগাস, জাভি হার্নান্দেজ। জেরার্ড পিকে উপস্থিত গবে পপ গায়িকা শাকিরাকে নিয়ে।
বিতর্ক
ভেন্যু বিতর্কের সঙ্গে রয়েছে অতিথী নিয়েও বিতর্ক। জেরার্ড পিকের আসা নিয়ে সংশয় রয়েছে এখনও। শোনা যাচ্ছে পিকে ও তার বান্ধবী শাকিরার সঙ্গে মেসির দীর্ঘদিনের সতীর্থ আন্দ্রে ইনিয়েস্তাও এই বিয়েতে যোগ দিচ্ছেন না।
ওয়েডিং ড্রেস
স্প্যানিশ ডিজাইনার রোজা ক্লারার বানানো ওয়েডিং গাউন পরবেন ২৯ বছরের আনতোনেল্লা। বার্সেলোনা থেকে এই ড্রেস বানিয়ে আনা হয়েছে। এর সঙ্গে থাকবেন ২০ হেয়ার ড্রেসার। যারা পাত্রীর সঙ্গে সঙ্গে অতিথিদেরও হেয়ার স্টাইলে সাহায্য করবেন।
বিয়ের মেনু
হোটেলের শেফকে মেসি পরিষ্কার বলে দিয়েছেন, স্থানীয় সব রকমের খাবার যেন থাকে মেনুতে। তার মধ্যে রয়েছে ‘লোকরো’ স্টু ও ‘এমপান্ডা’ (এটা এক ধরণের বেকড পেস্ট্রি)। সঙ্গে থাকবে আর্জেন্টাইন স্বাদের ‘বিফ রোস্ট’।
নাচ-গান
উরুগুয়ের পপ ব্যান্ড রোম্বাই ও মারামা তো থাকছেই অতিথিদের মনোরঞ্জন করার জন্য। সঙ্গে থাকবেন সার্জিও আগুয়েরোর স্ত্রী, গায়িকা কারিনা। তাকে দেখা যাবে ড্যান্সারের ভূমিকায়। শাকিরার উপস্থিতি নিয়ে ধোঁয়াশা থাকায় তাঁকে গাইতে শোনা যাবে কি না তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
নিরাপত্তা ব্যবস্থা
পুরো ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছে ইজরায়েলের একটি বেসরকারি সংস্থা। যারা সাধারণত মেসির সঙ্গে কাজ করে থাকেন। একজন সেনা কর্মকর্তার নেতৃত্বে ২০০ নিরাপত্তারক্ষী।
সংবাদ মাধ্যমের উপস্থিতি
শোনা যাচ্ছে ১৫৫ জন সাংবাদিককে মেসির বিয়ের অনুষ্ঠান কভার করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু তাদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে তারা যেন অতিথিদের বিরক্ত না করেন। অনুষ্ঠানে তারা শুধুই সাংবাদিক, অতিথি নন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।