বার্তা পরিবেশক:
মহেশখালী উপজেলার বড়মহেশখালীতে বেগম খালেদা জিয়া সড়কের ভিত্তি নামফলক ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকালে আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজ সংলগ্ন এই সড়কের নামফলকটি ভাংচুর করে গুড়িয়ে দেয়া হয়। বিএনপির লোকজন অভিযোগ করেছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে খালেদা জিয়া সড়কের এই নামফলক গুড়িয়ে দিয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাবেক সাংসদ আলমগীর ফরিদ অনুসারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সিরাজুল হক রানা এই দাবি করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘুর্ণিঝড়ের পর তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহেশখালীতে ত্রাণ বিতরণকালে ওই সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই সড়কটি কুতুবজুম-বড় মহেশখালীর সংযোগ সড়ক হিসেবে দীর্ঘদিন ব্যবহৃত হয়ে আসছে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল¬াহ ফরিদ সংসদ সদস্য নির্বাচিত হয়ে সড়কটির উন্নয়ন করে ‘বেগম খালেদা জিয়া সড়ক’ হিসেবে নামকরণ করেন। প্রতিহিংসার রাজনীতির বহি:প্রকাশ হিসেবে আওয়ামী লীগের ইন্ধনে ছাত্রলীগের ক্যাডাররা নামফলকটি গুড়িয়ে দিয়েছে।
‘বেগম খালেদা জিয়া সড়ক’ নামফলক গুড়িয়ে দেয়ার এ ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন যথাক্রমে বিএন.পি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল¬াহ ফরিদ, কক্সবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাষ্টার আবদুল মান্নান, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি রুহুল কাদের বাবুল, মহেশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল হক রানা, মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবু তাহের সিকদার, মহেশখালী পৌর বিএনপির সভাপতি এডভোকেট হামিদুল হক, মহেশখালী উপজেলা যুবদল সভাপতি এডভোকেট মোঃ ফারুক ইকবাল, সাধারণ সম্পাদক আনছার উল¬াহ, বিশিষ্ট শ্রমিক নেতা হাবিব উল¬াহ হাবিব, সাবেক যুবদল নেতা আবদুর রহিম বি.কম, বিএনপি নেতা ও কমিশনার নুরুল ইসলাম নুরু, বিএনপি নেতা সালাহ উদ্দিন রতন, মহেশখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহেদুল হক নাহিদ, যুগ্ম আহবায়ক আসাদুল¬াহ হেলালী, ছাত্রদল নেতা তারেক রহমান জুয়েল, জিয়াউর রহমান ডালিম, বেলাল উদ্দিন খোকা প্রমুখ।