আব্দুছ ছালাম কাকলী:

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানরা স্লিপের কাজ না করে সমুদয় টাকাই আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। বেশী ভাগই অভিযোগ উঠেছে পাগলির বিল সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলমগীরের বিরুদ্ধে।
ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়টি উক্ত ইউনিয়নের দক্ষিণ প্রান্তে অবস্থিত। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর সহকারী শিক্ষক আর শিক্ষার্থী অভিবাবকদের সাথে সম্পর্ক না থাকায় সরকার থেকে বরাদ্ধ পাওয়া স্লিপের টাকায় কাজ না করে সমুদয় টাকা আত্মসাৎ করে ফেলেছে। শুধু তা নয় গত বছরও বরাদ্ধ পাওয়া স্লিপের টাকা দিয়ে কাজ না করে সম্পূর্ণ আত্মসাৎ করে ফেলেছে। আমাদের এ প্রতিনিধি ১লা জুলাই উক্ত বিদ্যালয়টি পরিদর্শন করতেগেলে দেখা যায় এই বছর মেরামতের বাবদ ১ লক্ষ টাকা স্লিপের টাকা ৪০ হাজার টাকা এবং প্রাকঃ প্রাথমিক ১০ হাজার টাকা সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা ফেলেও কোন কাজ করতে দেখা যায় নি। এ ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন বরাদ্ধের কোন টাকা এখনো পাইনি। কিন্তু গোপন সূত্রে সব টাকা পেয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।