বিশেষ সংবাদদাতা :
টেকনাফে জেসমিন আরা বেগম নামের ১৫ বছরের এক কিশোরী অপহরনের শিকার হয়েছে । ১ জুলাই শনিবার রাতে টেকনাফ পৌর এলাকার নাইট্যং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় আনোয়ার হোসনের মেয়ে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এখনো এ কিশোরী উদ্ধার না হওয়ায় স্বজনরা উৎকন্ঠায় রয়েছে। জানা যায় , পূর্ব পরিচিত ও প্রেমের সম্পর্কের সুত্র ধরে জেসমিনকে মোবাইলে বাড়ীর সামনে শনিবার সন্ধ্যার দিকে বের হতে বলে। সে বের হওয়ার পরপর একটি অটোরিক্সা যোগে একই এলাকার মৃত আবুল হাসেম মিকারের ছেলে মোঃ হোছন জেসমিনকে নিয়ে চম্পট দেয়। এর পর থেকে এখনো হদিস নেই মোঃ হোসন ও জেসমিনের। এ প্রসংগে মোবাইল ফোনে মোঃ হোসন জানান, মোবাইলে একটি অটোরিক্সা পাঠানোর কথা বলায় আমি পাঠিয়েছিলাম তা ঠিক, তবে সে আমার সাথে বের হয়নি। অটোরিক্সা চালক মোঃ ইসলাম বলেন, মোঃ হোসন নামের যুবক একটি অটোরিক্সা নাইট্যং পাড়া এলাকায় যেতে বলায় আমি সেখানে গিয়ে একজন কিশোরীকে উঠিয়েছি তা ঠিক। এরপর একটি স্পটে নেমে পড়ে ওই কিশোরী। এ বিষয়ে অপহৃতের বাবা আনোয়ার হোসেন বলেন, আমাদের বাড়ীতে আসা যাওয়ার সুত্র ধরে উক্ত যুবক মোঃ হোসন ও আমার কিশোরী মেয়ে জেসমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর ফলে সে কৌশলে শনিবার রাতে একটি অটোরিক্সা যোগে মেয়ে নিয়ে পালিয়ে যায়। টেকনাফ মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে উক্ত কিশোরীকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।