ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী:
মহেশখালীর নারী শিক্ষার একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ সদ্য জাতীয় করণে অন্তভূক্ত বঙ্গবন্ধু মহিলা কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত ছাত্রীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠান ২ জুলাই কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ মোহাম্মদ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রতিষ্ঠাতা,গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি,মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার পাশা চৌং। তিনি বলেন বঙ্গবন্ধু মহিলা কলেজ দূর্গম যোগাযোগের এ মহেশখালী দ্বীপে একঝাক দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা নারী শিক্ষায় আলো জ্বালিয়ে আসছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বড়মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ,বড় মহেশখালী সন্ত্রাস,নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী কমিটির সভাপতি ব্যাংকার মো: জাকারিয়া, বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, গভর্নিংবডির সাবেক অভিভাবক প্রতিনিধি সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান,অভিভাবক মাষ্টার অাকতার কামাল,যুবনেতা নুরুল ইসলাম,শফিউল আলম,বিষয় ভিত্তিক সকল অধ্যাপকবৃন্দ ও ২য় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী আমেনা ছিদ্দিকা ময়না প্রমূখ। উল্লেখ্য ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১জুলাই থেকে ক্লাস শুরু হলেও গতকাল ২ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান শেষে অানুষ্ঠানিক ভাবে ক্লাস করেন বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার কামাল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।