তথ্য প্রযুক্তিতে যারাই বিনিয়োগ করছেন তারাই ধনীর খাতায় নাম লেখাচ্ছেন। সম্প্রতি চীনের ওয়াং তাও ড্রোন বানিয়ে ও বাজারজাত করে এশিয়ার শীর্ষ ১০ তরুণ ধনীর তালিকায় স্থান করে নিয়েছেন। শুধু কি তাই? তথ্য প্রযুক্তির ১০ শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যেও জায়গা করে নিয়েছে তার প্রতিষ্ঠান ডিজেআই টেকনোলজি। ওয়াং তাও এখন ‘ড্রোন কিং’ হিসেবেই সবার কাছে পরিচিত।
হাতে বানানো ড্রোনের নির্মাতা ওয়াং তাও বর্তমানে তার প্রতিষ্ঠান ‘ডিজেআই টেকনোলজি কোম্পানির’র প্রধান নির্বাহী। ৪ বিলিয়ন ডলারের মালিক হয়ে এশিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় ৯ম স্থান অধিকার করে রয়েছেন। ড্রোনের বাজারে তার অবস্থানও বেশ শক্ত।

তথ্যপ্রযু্ক্তি খাতের শীর্ষ তরুণ ধনীদের তালিকায় শীর্ষস্থান অধিকার করে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। যার সম্পদের পরিমাণ ৫৮ বিলিয়ন ডলার। এর পরের স্থান দু’টিও ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিটজ এবং এডুয়ার্ডো সেভেরিনের দখলে।