অনলাইন ডেস্ক :
উড়োজাহাজে অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা ছয় দিন আগে এই বিষয়ে একটি সার্কুলার জারি করলেও সেটি গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিমানের হাতে পৌঁছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ বিভাগ) শাকিল মেরাজ ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা আগে থেকেই ছিল। যে কোনো একটা আইডি কার্ড দেখাতে হতো। এখন এটা আনুষ্ঠানিক হলো।
শাকিল মেরাজ বলেন, ‘আমরা আগে থেকেই যাত্রীদের শনাক্ত করতে যে কোনো একটি আইডি কার্ড আনতে বলে থাকি। ফলে এই নির্দেশনা যাত্রীদের জন্য নতুন কিছু নয়।’
বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থাগুলোও গত মাস থেকেই যাত্রীদেরকে বিমানে উঠার সময় যে কোনো একটি ফটো পরিচয় নিয়ে আসতে অনুরোধ করে এসএমএস পাঠাচ্ছে। আর চেক-ইন কাউন্টারে যেন ফটো আইডির নামের সঙ্গে টিকেটের নাম মিলিয়ে তারপর বোর্ডিং পাস দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক রুটের ফ্লাইটে চড়তে পাসপোর্ট প্রয়োজন হয়। তবে টিকিট থাকলেই অভ্যন্তরীণ রুটে বিমানে উঠা যায়।
বিমানের কর্মীরা জানান, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড, শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র বা তিনি যেখানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের দেওয়া ছবিসহ পরিচয়পত্রও কাজে লাগবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।