শাহেদ মিজান, সিবিএন:
টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়বাসীদের সরিয়ে নিতে হার্ডলাইনে থেকে কাজ করছে কক্সবাজার জেলা প্রশাসন। বুধবার একদিনেই তিন’শ পাহাড়ের ঝুঁকিপূর্ণ পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে। কয়েক দিন ধরে প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে আসছে। সব মিলে অন্তত সহ¯্রাধিক পরিবার সরানো হয়েছে। জেলা প্রশাসক মো. আলী হোসেন এই তথ্য জানান।
প্রশাসক জানান, অব্যাহত ভারি বর্ষণের কারণে জেলায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এই কারণে বুধবার (৫জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে প্রায় তিন’শ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে কক্সবাজারে অব্যাহত ভারী বর্ষণের কারণে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যা মোকাবেলায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৭টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বলা হয়, জেলায় বন্যার পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এ কারণে সতর্ক বার্তা প্রকাশ করে কক্সবাজারের পাহাড়ি এলাকায় মাইকিং করা হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩শ’ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিজ নিজ বন্যা দুর্গত এলাকা পর্যবেক্ষণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
সভায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, কক্সবাজার পৌর সভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম মজুমদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি সরাতে হার্ডলাইনে প্রশাসন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।