জ্ঞান, দক্ষতা ও নৈতিক উচ্চতা অর্জন করো :  আলমগীর ফরিদ

প্রেস বিজ্ঞপ্তি :

সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ বলেছেন, ছাত্র-ছাত্রীদের সর্বোত্তম অধ্যয়নের পাশাপাশি উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কেননা চারিত্রিক গুণাবলীই মানুষকে মহত্ত্বের গৌরব দান করে। জ্ঞান, দক্ষতা ও নৈতিক উচ্চতা অর্জন করতে পারলেই মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে সক্ষম হয়।

গতকাল (শনিবার) মহেশখালী উপজেলায় কারিগরী শাখায় উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কলেজের প্রতিষ্ঠাতা আলমগীর ফরিদ আরো বলেন, ‘মানব জীবন নশ্বর। কর্মই মানুষের জীবনকে সাফল্য দান করে’। তাই তিনি শিক্ষার্থীদের সৎকর্মশীল ও ন্যায়বান মানুষ রূপে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত উন্নয়নের প্রয়োজনীতা ব্যাখ্যা করে তিনি বলেন, নামের দিকে না তাকিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফলের দিকে তাকাতে হবে। প্রতিষ্ঠান যে বা যারাই গড়–ক, এগুলোর সুফল ভোগ করছে এলাকার সর্বসাধারণ। তাই নামের কারণে কোন প্রতিষ্ঠানের প্রতি বিমাতা সুলভ আচরণ করা কারো উচিত নয়। রাজনৈতিক হিংসা বশত সাম্প্রতিক কিছু কর্মকা-ের নিন্দা করে তিনি বলেন ইটের ফলক ভেঙ্গে মানুষের মন থেকে কারো নাম মুছে ফেলা যায় না। আবার উন্নয়ন না করে ফলক বসিয়ে দিয়েও জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণকে বোকা বানানোর ধোঁকাবাজি যারা করে তারা কখনো জনগণের নেতা হয়ে উঠতে পারে না। কলেজ মিলানায়তনে অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপত্বিতে ও বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত নবীন বরণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল করিম, কবি ও প্রাবন্ধিক খালেদ মাহবুব মোর্শেদ, অধ্যাপক প্রদীপ কুমার রুদ্র, অধ্যাপক মোহাম্মদ ইবরাহীম, অধ্যাপক কায়সার উদ্দিন, অধ্যাপক কামাল হোসাইন প্রমুখ। শিক্ষার্থী মোহাম্মদ কিবরিয়া শেফায়েতের কোরআন তেলাওয়াত ও শেলী রাণী দের গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় পুষ্পস্তবক দিয়ে অতিথিবৃন্দকে বরণ করে নেয়া হয়। এরপর প্রধান অতিথি রজনীগন্ধা উপহার দিয়ে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। প্রাণোচ্ছ্বল ও করতালি মুখর এ নবীন বরণে বক্তব্য রাখেন মোহাম্মদ হেলাল উদ্দিন, ছাত্রনেতা তারেক রহমান জুয়েল, নুরুল আবছার, শিক্ষার্থী আশরাফ সিদ্দিকী রায়হান, আরফাত হোসাইন মো.গিয়াস উদ্দিন, নবাগত আবদুর রহিম ও ইয়াসমিন সোলতানা কাজল। প্রধান অতিথি আলমগীর ফরিদ জিপিএ-৫(এ+) প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীর হাতে পূর্ণ সেট সহায়ক গ্রন্থ তুলে দিয়ে সবাইকে অনুপ্রাণিত করেন।