জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে অবস্থানরত দুই পাইলট অক্ষত রয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার বড় হাতিয়া ফরিদারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ। তিনি জানিয়েছেন, অপর একটি বিমান এসে বিধ্বস্ত বিমানের ২ পাইলটকে নিয়ে গেছে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। তবে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লোহাগাড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।