খালেদ হোসেন টাপু, রামু: 

রামুতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, বিশ্ব জনসংখ্যা দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।  বাল্য বিবাহের প্রবণতা থেকে সমাজকে বের করে আনতে হলে দরকার শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি কতে হবে। সামাজিক সচেতনতাই বাল্য বিবাহ রোধ করতে পারে। তাই পরিবার পরিকল্পনা পদ্ধতি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে মাঠ কর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের মাতৃমৃত্যু হার হ্রাস ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী এজন্য আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছেন। এই সাফল্য ধরে রাখতে হলে প্রত্যেককে ব্যক্তিগত অবস্থান থেকে গণসচেতনতা গড়ে তুলতে হবে।“পরিবার পরিকল্পনাঃ জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মঙ্গলবার (১১ জুলাই ) উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলির সভাপতিত্বে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীমউদ্দিন মোঃ ইউসুফ।   সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, সহকারী কমিশনার( ভুমি) মোঃ নিকারুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, শিক্ষা অফিসার আনজুমান আরা, বালিকা মাদ্রাসার সুপার মৌলনা শরীফুল হক, পরিবার কল্যান সহকারী  মিনা শর্মা,  ক্লিনিকের উপ সহকারী ডাঃ মঞ্জুর আলম। সভায় যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল চেয়ারম্যান মফিজুর রহমান,  জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সূর্যের হাসিঁর পরিচালক খন্দকার দেলোওয়ার হোসেন, সাংবাদিক খালেদ হোসেন টাপু প্রমুখ উপস্থিত ছিলেন।  পবিত্র কুরআন তেলোয়াত করেন, রামু উপজেলা জামে মসজিদের ইমাম মোঃ মৌলনা নুরুল হাকিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীম উদ্দিন মোঃ ইউসুফ এবং এসএসিএমও কল্যাণ পাল।    আলোচনা শেষে প্রধান অতিথি পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বেসরকারি সেবা প্রতিষ্ঠান হিসেবে সূর্যের হাসি ক্লিনিক, ঈদগড় পরিবার পরিদর্শিকা কামরুল নেছা, গর্জনিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যান সহকারি ইসমত আরা, ঈদগড় পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন ঈদগড় এবং সংশ্লিষ্টদের হাতে এসব ক্রেষ্ট  সনদপত্র প্রদান করেন। এছাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে স্মার্টফোন উপহার দেওয়া হয়। এর আগে দিবসটি উপলক্ষে  উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার জনগণ অংশ গ্রহণ করেন।