হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদারপাড়া-লেচুয়াপ্রাং সড়কে প্রাণ কোম্পানীর এসআর ছিনতাই এর শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও ছিনতাই এর শিকার ব্যক্তির সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ১১ জুলাই রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চলছে।

জানা যায় কক্সবাজার সমিতিপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে আবদুল হামিদ দীর্ঘদিন ধরে প্রাণ কোম্পানীর এসআর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। হ্নীলা পশ্চিম সিকদারপাড়া এলাকার মরহুম হাজী নুর আহমদ মিস্ত্রীর ছেলে মোহাম্মদ ইসহাকের ডিলারশীপে ডিএসআর না থাকায় আবদুল হামিদকে একটি টমটম গাড়ী ভাড়া করে মালামাল সেল দিতে উখিয়া উপজেলার পালংখালী ষ্টেশনে পাঠানো হয়। মালামাল সেল ও টাকা কালেকশন করে ফিরতে রাত হয়ে যাওয়ায় টমটম গাড়ী যোগে উক্ত সড়ক দিয়ে অফিসে যাওয়ার পথে পশ্চিম সিকদার পাড়াস্থ সেলিমের বাড়ীর সামনে পৌছলে কয়েকজন অজ্ঞাত নামা ছিনতাইকারী সামনে পড়ে যায়। বিষয়টি বুঝে উঠতে না উঠতে তারা টর্চ লাইট দিয়ে এলোপাতাড়ি মারধর করে। শোর চিৎকার করলে এক পর্যায়ে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ছিনতাই এর শিকার প্রাণ কোম্পানীর এসআর আবদুল হামিদ জানান ব্যাগে ৫৭ হাজার টাকা ছিল।