হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
৪৫ বছর পরে টেকনাফের একটি সরকারী প্রাইমারী স্কুলের ৪৬ শতক জমি উদ্ধার করতে পেয়েছে বলে জানা গেছে। ১৩ জুলাই বিকালে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ হোছাইন, প্রধান শিক্ষক মাওঃ শওকত আলী ও সহকারী শিক্ষক আবদুল মতলব বিষয়টি নিশ্চিত করেছেন। উক্ত জমির বর্তমান বাজার মুল্য প্রায় ১ কোটি টাকা।
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ বড় ডেইল সরকারী প্রাইমারী স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ হোছাইন ও প্রধান শিক্ষক মাওঃ শওকত আলী জানান স্কুলের নামে রেকর্ড হওয়া জমির পরিমাণ মোট ৯৬ শতক। তম্মধ্যে ১৯৭৩ সালের ১২ জুন ৩২৭৮ নম্বর দলিল মুলে মাস্টার নাসির উদ্দিরে দানকৃত ৫০ শতক জমির উপর বর্তমানে ২টি স্কুল ভবন ও খেলার মাঠ রয়েছে। স্কুলের চতুর্দিকে বিএস খতিয়ান নং-২, দাগ নং-৩২৭৭ মুলে আরও ৪৬ শতক স্কুলের নামে রেকর্ড হওয়া জমি স্থানীয় লোকজন জবর দখল করে দীর্ঘ বছর ধরে ভোগ করে আসছিল। প্রয়োজনীয় দলিলপত্রের অভাবে এতদিন স্কুল কতৃপক্ষ তাদের জমি ভোগ দখল করতে পারেনি। দীর্ঘ বছর পরে প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে বিষয়টি স্থানীয় প্রশাসন ও এলাকার এমপিকে অবহিত করা হলে এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি পরিমাপ পুর্বক স্কুলের জমিতে খুঁটি স্থাপন করা নির্দেশ দেন। ৪৫ বছর পরে স্কুলের জমি ফিরে পেয়ে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্কুল পরিচালনা কমিটি সন্তষ্টি প্রকাশ করেছেন। ##