হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফের হ্নীলা জাদিমুরা থেকে ৯০ লক্ষ টাকা মুল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ অভিযানে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান ‘বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় মিয়ানমার হতে ইয়াবার একটি চালান নৌকাযোগে টেকনাফস্থ জাদিমোরা এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির জেসিও-৭২৯৭ নায়েব সুবেদার মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ১৪ জুলাই ভোর রাত ৪টায় জাদিমোরা বরাবর নাফ নদীর কিনারায় অবস্থিত কেওড়া বাগানে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। আনুমানিক সকাল ১০.৩০ ঘটিকায় ৩-৪ জন লোক মিয়ানমার হতে একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতঃ বর্ণিত কেওড়া বাগানের পার্শ্বে অবস্থান নেয়। পরবর্তীতে দুইজন ব্যক্তি একটি ব্যাগ হাতে করে কেওড়া বাগানে প্রবেশ করা মাত্রই টহলদল তাদের চ্যালেঞ্জ করে। টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্র ইয়াবা বহনকারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে দ্রুত দৌঁড়ে তাদের নৌকায় আরোহন পূর্বক ইঞ্জিন চালিত নৌকাযোগে শুন্য রেখা অতিক্রম করে পুনরায় মিয়ানমারের দিকে চলে যায়। অতঃপর টহলদল ইয়াবা বহনকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ৯০ লক্ষ টাকা মূল্যমানের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।