সিবিএন : কক্সবাজারের যুগ্ম জেলা জজ বিজ্ঞ বিচারক সালমা খাতুন এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ । এক বিবৃতিতে আইনজীবি নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য যে , গতকাল শুক্রবার সৌদিয়া পরিবহনে স্বপরিবারে ঢাকা থেকে কক্সবাজার আসার পথে পটিয়া মনসার টেক নামক জায়গায় সড়ক দুর্ঘটনায় পতিত হলে যুগ্ম জেলা জজ সালমা খাতুনের মাতা নিহত ও স্বামী ২ ছেলে ১ মেয়েসহ তিনি আহত হন। অাহতদের বর্তমানে চট্টগ্রাম সিএসসিআরে চিকিৎসা চলছে । তাদেরকে সেখানে আজ শনিবারে দেখতে যান জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ । শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন।
যুগ্ম জেলা জজ সালমা খাতুন এর মায়ের মৃত্যুতে আইনজীবি সমিতির শোক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।