বান্ধইব্বা!

প্রকাশ: ১৫ জুলাই, ২০১৭ ০৬:১৬

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


আলমগীর মাহমুদ :
অধ্যাপক নবী হোছাইন। উখিয়া কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পড়ায়।হালসাং টেকনাফ।
আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী,বর্তমান সময়ে কলিগ।এই কলেজে সহপাঠী থেকে আমার কলিগ আছে,আরো দু’জন। কামরুন নাহার কাজল মেডাম,প্রফেসর রফিক। কাজল সমাজবিজ্ঞানের। রফিক ইংরেজির।
নবীর সাথে আমার ব্যবধান একজায়গায়, সে ইতিহাসের মানুষ ,আমি সমাজ্ বাস্তবতার।বিষয়ের কারনে আমরা দু’জনের চিন্তার প্রবাহ গানের সেই কলির সাথেই মিলে, হয়ে আছে একাকার,’রেললাইন বহে সমান্তরাল ‘
আবার কিছু বিষয় মিলনের মিলে, এমন একাকার…যেমন, ‘সোনার হাতে সোনার কাঁকন ‘
তেমনি তার এমন এক ভাললাগার সাথে আমি একাকার যে ভাললাগা তার জীবনে এসেছিল আটাশ বছর আগে।এখনও একান্তে আওড়ায়, আর হাসে,সেই স্মৃতিতে।
উকিল নুর আহমদ।বাসা বাজারঘাটা ।পরলোকের বাসিন্দা।জন্মঠিকানা টেকনাফ। কক্সবাজারবাসীর তুখোড় মেধাবী সন্তান। বাংলাদেশ সংবিধান প্রনয়নে সারাদেশব্যপী বাছাই করা মেধাবী আদমসন্তানদের নিয়ে যে ৪১ সদস্যের কমিটি তার মধ্যে উনি একজন,একমাত্র ছিলেন।
উনি বাংলাদেশ সংবিধান প্রণেতার একজন গর্বিত অংশীদার।জন্মঠিকানায় কক্সবাজার থাকায় এই গর্বের অংশীদার আমরাও।
রাজনৈতিকজীবনও ছিল ফুলচন্দনে ভরা।একবার এম,এন,এ নির্বাচিত হয়েছিলেন।তখন টেকনাফ থেকে চকরিয়া সাত থানা মিলে হতো এই নির্বাচন।
উনার মেয়ে ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। নবীহোছাইন ছাত্রজীবনে তাদের বাজারঘাটা বাসায় মেহমান হয়,ভরদুপুরে। ড্রয়িং রুমে বসা,চা হাতে।
হঠাৎ বাহির থেকে মুরুব্বী কোর্ট থেকে বাসায় ঢুকে মেহমানের সালামের জবাব দিয়েই, মেয়ের কাছে জানতে চায় কে?
মেয়ের সাবলীল জবাব আমার বন্ধু। বাবা থমকে দাঁড়ায় বিষ্ময় প্রকাশে, ‘এইটা কেমনে তোমার বন্ধু হয়’?
দুজনেই বিব্রত হয়ে..মেয়ে নবী ও তুখোড় মেধাবী, বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে তার বর্ণনায় মত্ত, নবী কিছুটা নার্ভাসের সুরে টেকনাফ বাড়ি,কোথায় কার ছেলে এসব বর্ণনায় অস্থির।
ঠিক সেই মূহূর্তে,উনি মৃদু হেসে সোফায় বসে গেলেন, কমনীয় ভাবে, বলা শুরু করলেন,’ছেলে মানুষ ছেলে মানুষ হবে ‘বন্ধু’।
মেয়ে মানুষ মেয়ে মানুষ হবে ‘বান্ধবী’।
তোমাদের এক্ষেত্রে…
(মেয়েকে লক্ষ্য করে), ‘তুমি হবে ওর ‘বান্ধবী’। ও হবে তোমার ‘বান্ধইব্বা’।
আজ থেকে মনে রাখবা, মেয়ে মানুষের ছেলে সঙ্গী ‘বন্ধু ‘নয় “বান্ধইব্বা”।

লেখক: উখিয়া কলেজের সমাজবিজ্ঞানের শিক্ষক।
alamgir83cox@gmail.com